হুগলি, ১৭ ডিসেম্বর:- আধারে আঁধার! বর্তমানে বিভিন্ন পোষ্ট অফিসে চলছে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার সংযোগের কাজ। গভীর রাত থেকে লাইনে দাঁড়িয়েও সেই কাজ না হওয়ায় ক্ষোভে ফেটে পরলেন সাধারন মানুষ। শুক্রবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলীর চুঁচুড়া থানার অন্তর্গত সাহাগঞ্জ পোষ্ট অফিসে। স্থানীয় সূত্রে খবর, ওই পোষ্ট অফিসে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার সংযোগের কাজ চলছে। প্রতিদিন নুন্যতম সংখ্যায় এই কাজ হওয়ায় রোজই গভীর রাত থেকে ভিড় জমাচ্ছেন বহু মানুষ। বৃহস্পতিবার গভীর রাত থেকেও এই লাইন পরে।
অভিযোগ শুক্রবার সকালে ডাকঘরের পক্ষ থেকে জানানো হয় কর্মচারী নেই তাই আজ কাজ হবে না। সকলের জ্ঞাতার্থে সেই মর্মে নোটিশ টাঙানো হয়েছে। কিন্তু কোন নোটিশ দেখতে না পাওয়ায় সাধারন মানুষ ক্ষোভে ফেটে পরেন। সে সময় উপস্থিত ডাকঘর কর্মীদের সাথে বচসায় জড়িয়ে পরেন আধার-ফোন নাম্বার লিঙ্ক করাতে আসা মানুষজন। এক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এদিন লাইনে দাঁড়ানো সকলের কাজ পরের দিন করা হবে বলে আশ্বাস মিললে পরিস্থিতি শান্ত হয়। এবিষয়ে ডাকঘর কর্তৃপক্ষের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।