এই মুহূর্তে জেলা

নিখোঁজ সাংসদ লকেটের সন্ধান চাই পোস্টারে ছেয়ে গেলো পাণ্ডুয়া।

সুদীপ দাস, ১৫ ডিসেম্বর:- নিখোঁজ সাংসদ লকেট চ্যাটার্জীর সন্ধান চাই। এই মর্মেই এবার পোস্টার পরলো পান্ডুয়ায়। বুধবার সকালে এই পোস্টার নজরে আসতেই উত্তেজনা ছডায় ওই এলাকায়। তবে তৃণমূল শিবিরে কিন্তু হাসির রোল ওঠে। তাঁদের বক্তব্য হুগলীর সাংসদ লকেট চ্যাটার্জীকে সাধারন মানুষ বেশীরভাগ সময়ই দেখতে পান না।

২০১৯-এ ভোটে জেতার পর থেকে নিজের প্রয়োজন ছাড়া তিনি লা-পতা। তাই সাধারন মানুষ ক্ষোভ থেকেই পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতের দেওয়ালে এই পোষ্টার লাগিয়েছে। যদিও বিজেপির বক্তব্য এটা তৃণমূলের কাজ। কারন সাংসদ কাজের চাপে সর্বদা হুগলীতে থাকতে না পারলেও নিজের দ্বায়িত্ব ঠিক পালন করে চলেছেন। বিগত দিনে তিনি হুগলীতে সবথেকে বেশী কোভিড ভ্যাকসিন এনে দিয়েছেন। এসব তৃণমূলের নোংরা রাজনীতি।