হুগলি, ১১ ডিসেম্বর:- সরকারী ব্যাঙ্কের বিলগ্নীকরনের প্রতিবাদে, অর্থনৈতিক পরাধীনতার কবল থেকে দেশ কে বাঁচাতে স্বনির্ভর গোষ্ঠীর ব্যাঙ্কের গ্রাহকদের সঙ্গে নিয়ে গ্রামসভা অনুষ্ঠিত হল কামারকুন্ডু ভারতী সংঘের মাঠে। উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন, পশ্চিমবঙ্গ শাখার সাধারন সম্পাদক সঞ্জয় দাস, সংগঠনের সহ সভাপতি হরিহরন ভাস্কর, সহ সভাপতি দেবাশীষ মন্ডল সহ অন্যান্যরা। ব্যাঙ্ক বেসরকরনের প্রতিবাদে এই মাসের ১৬ ও ১৭ ডিসেম্বর মাসে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। চলতি বছরেই মার্চ মাসের ১৫ ও ১৬ তারিখে এই ধর্মঘট হয়েছিল।
বর্তমানে সরকারী ব্যাঙ্কগুলি থেকে লক্ষ্মী ভান্ডার থেকে স্টুডেন্ট ক্রেডিটকার্ড সহ অন্যান্য যে লোনের সুবিধা পাওয়া যায়, সেটা থেকে বঞ্চিত হবে গ্রাহকরা ব্যাঙ্ক বেসরকারী হলে। তাই সাধারন গ্রাহকদের নিয়ে আন্দোলনে সামিল হয়েছে। স্বনির্ভর গোষ্ঠীর এক মহিলা গ্রাহক বলেন, সরকারী ব্যাঙ্ক মারফত যে সুবিধা বর্তমানে পাওয়া যাচ্ছে, আগামীদিনে এই ব্যাঙ্ক বেসরকরন হলে সব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে হবে।