এই মুহূর্তে জেলা

ক্ষতিগ্রস্ত চাষীদের ক্ষতিপুরন ও ঋন মুক্তির দাবীতে ডেপুটেশন বিজেপির ।

হুগলি, ১০ ডিসেম্বর:- প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত চাষীদের ক্ষতিপুরন ও ঋন মুক্তির দাবীতে ডেপুটেশন বিজেপি। হুগলির আরামবাগ ব্লকের বিডিও অফিসে এদিন চাষীদের স্বার্থে ডেপুটেশন দেয় বিজেপি। প্রায় নয় দফা দাবি তুলে চাষীদের ক্ষতিপুরন ও ঋন মুক্তির দাবীতে বিডিও অফিসে এদিন স্বারকলিপি প্রদান করেন আরামবাগ বিধায়ক। এদিন আরামবাগ বিধায়ক মধুসূদন বাগের নেতৃত্বে এই ডেপুটেশন কর্মসূচি হয়। জানা গেছে, জাওয়াদের জেরে গভীর নিম্নচাপের সৃষ্টি হয় এবং অকাল বৃষ্টিপাতে কয়েকশো বিঘা আলু ও ধান জমি প্লাবিত হয়। জল জমে ফসল নষ্ট হয়ে যায়। চাষীরা আর্থিক সংকটে পড়েন।

শোচনীয় অবস্থা হয় চাষীদের। এই জন্য আরামবাগের চাষীরা যাতে দ্রুত সরকারি ক্ষতিপুরন পায় সেই বিষয়ে ডেপুটেশন দেয় বিজেপি। এই বিষয়ে আরামবাগের বিধায়ক মধুসুদন বাগ জানান, এত বড়ো একটা প্রাকৃতিক বিপর্যয় হয়ে গেলো অথচ মুখ্যমন্ত্রী বা রাজ্যের কৃষি মন্ত্রী কৃষকদের জন্য কোনও ঘোষনা করেনি। তাই আমরা নয় দফা দাবি নিয়ে কৃষকদের স্বার্থে ডেপুটেশন দিয়েছি। কৃষকদের জন্য এই দাবী যাতে দিকে দিকে ছড়িয়ে পড়ে সেই বিষয়ে আমাদের আন্দোলন চলবে। এখন দেখার প্রশাসন কৃষক স্বার্থে কি পদক্ষেপ নেয়।