হাওড়া, ১০ ডিসেম্বর:- রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে “বাংলা মোদের গর্ব” শীর্ষক তিনদিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে হাওড়ায়। প্রতিদিন বিকেল ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত হাওড়ার চ্যাটার্জিপাড়ায় ব্যাঁটরা সম্মিলনী ময়দানে মেলা, এক্সপো, প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় জেলা তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় এর উদ্বোধন হয়। হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। ঢাকের বাদ্যি ও সাঁওতালি নৃত্যের মাধ্যমে জমে ওঠে মেলা প্রাঙ্গন। এদিন মঞ্চে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস, মহকুমা শাসক তরুণ ভট্টাচার্য, আমতার বিধায়ক সুকান্ত পাল সহ অন্যান্যরা।