কলকাতা, ৯ ডিসেম্বর:- সবুজ সাথী প্রকল্পের সাইকেল এরাজ্যে তৈরি করার জন্য রাজ্য সরকার উদ্যোগী হয়েছে। সাইকেল কারখানা গড়তে এবার আগ্রহী সংস্থার কাছ থেকে দরপত্র আহ্বানের প্রক্রিয়া শুরু হচ্ছে। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বনদ্যোপাধ্যায়ের পৌরহিত্যে রাজ্য মন্ত্রীসভার বৈঠকে এই প্রস্তাব অনুমোদিত হয়েছে। বৈঠক নিয়ে সরকারিভাবে কিছু না জানানো হলেও সূত্রের খবর এব্যপারে ইতিমধ্যেই বেশ কিছু সংস্থা আগ্রহ দেখিয়েছে। রাজ্যে সাইকেল কারখানা তৈরির জন্য সরকারের কাছে প্রস্তাবও জমা দিয়েছে তারা। ইতিমধ্যে জমা পড়া সেইসব প্রস্তাব মুখ্যমন্ত্রী বিবেচনার জন্য নির্দেশ দিয়েছেন। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে প্রতি বছর সবুজ সাথী প্রকল্পে
নবম ও দশম শ্রেণির ছাত্রছাত্রীদের সাইকেল দেবার প্রায় ১০ লক্ষ সাইকেল কিনতে হয় যার দাম বাবদ সরকারি কোষাগার থেকে ৩৪০ কোটি টাকা খরচ হয়। রাজ্যে সাইকেল কারখানা তৈরি হলে একদিকে আমদানি খরচ কম হবে তেমনই বিপুল কর্মসংস্থানের সুযোগ হবে। সেকারনেই এই উদ্যোগ। এছাড়াও মন্ত্রিসভার বৈঠকে পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরে ৪৩৭টি শুন্য পদে নিয়োগ এবং স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরে বেশকিছু নতুন পদ সৃষ্টি করার প্রস্তাবও অনুমোদিত হয়েছে। মুখ্যমন্ত্রী আসন্ন কলকাতা পুরসভা ভোটে কলকাতার আশেপাশে থাকা মন্ত্রীদের দলের হয়ে প্রচারে অংশ নেওয়ার নির্দেশ দিয়েছেন। আসন্ন বড়দিন ও বর্ষবরণের উত্সবে নিজের নিজের এলাকায় শান্তি-শৃঙ্খলা রাখার জন্যও মন্ত্রিসভার সদস্যদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।