পুড়শুড়া, ৮ ডিসেম্বর:- জাওয়াদে ক্ষতি গ্রস্ত চাষীদের ক্ষতিপুরনের দাবীতে হুগলি জেলার পুড়শুড়া ব্লকের বিডিও অফিসে ডেপুটেশন বিজেপির। এদিন পুড়শুড়ার বিধায়ক বিমান ঘোষের নেতৃত্বে এই ডেপুটেশন কর্মসূচি হয়। জানা গেছে, জাওয়াদের জেরে গভীর নিম্নচাপের সৃষ্টি হয় এবং অকাল বৃষ্টিপাতে কয়েকশো বিঘা আলু ও ধান জমি প্লাবিত হয়।জল জমে ফসল নষ্ট হয়ে যায়। চাষীরা আর্থিক সংকটে পড়েন। শোচনীয় অবস্থা হয় চাষীদের।
এই জন্য পুড়শুড়ার চাষীরা যাতে দ্রুত সরকারি ক্ষতিপুরন পায় সেই বিষয়ে ডেপুটেশন দেয় বিজেপি। এদিন পুড়শুড়ার বিধায়ক বিজেপি কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে বিডিও অফিসে যান এবং একটি প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে বিডিওর সঙ্গে কথা বলেন। এই বিষয়ে পুড়শুড়া বিধায়ক বিমান ঘোষ বলেন, জাওয়াদে জেরে বৃষ্টিপাতের ফলে চাষীদের ব্যাপক ক্ষতি হয়। তাই চাষীদের যাতে প্রশাসন থেকে সাহায্য করা হয় এবং যে সমস্ত চাষী ঋন নিয়ে ছিলো তাদের যাতে ঋন মুক্ত হয় সেই বিষয়েই ডেপুটেশন দেওয়া হয়।