এই মুহূর্তে জেলা

হটাৎ নিম্নচাপের ফলে শীতকালীন চাষে ব্যাপক ক্ষতির , সব্জির দাম আকাশছোঁয়া হবে বলেই আশঙ্কা।

হুগলি, ৬ ডিসেম্বর:- ক’দিন ধরে নিম্নচাপ এ অবিরাম বর্ষণের ফলে হুগলি জেলার বিভিন্ন কৃষি ক্ষেত্র, মাঠ গুলিতে জল জমে রয়েছে। বেরোনোর জায়গা বা নিষ্কাশনের জায়গা নেই যার ফলে আলু চাষ শীতকালীন সবজি চাষ এবং আমন ধান চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা এবং যার ফলে এই সব পণ্যের দাম আকাশছোঁয়া হবে বলেই আশঙ্কা প্রবল ক্ষতির আশঙ্কায় কৃষকদের মাথায় হাত এবং ক্রেতা-বিক্রেতা সকলের মাথাতেই চিন্তার ভাঁজ। সাধারণত প্রতি বছর এই শীতকালীন সবজির উৎপাদন ও যোগান স্বাভাবিক- বেশি থাকার কারণে দাম মোটামুটি নাগালের মধ্যে থাকে।

কিন্তু এবার এই নিম্নচাপের বৃষ্টি তে অকাল বর্ষণের ফলে প্রচুর সবজি, আলু এবং আমন ধান ক্ষতি হওয়ার আশঙ্কা হুগলি, বর্ধমান, বাঁকুড়া, মেদিনীপুর এ। আলু একটি অন্যতম অর্থকরী ফসল সারাবছর আলুর যোগান দিয়ে থাকে। এই জেলাগুলি শীতকালের 2 থেকে তিন মাস এ যে আলু উৎপাদিত হয় তার উপরে রাজ্যবাসীর চাহিদা মেটানোর পরেও বিভিন্ন প্রতিবেশী রাজ্য এবং বাংলাদেশসহ কিছু প্রতিবেশী দেশে রপ্তানি করা হয়। এর সঙ্গে যুক্ত প্রচুর কৃষক, সংরক্ষণকারী এবং ব্যবসায়ীরা সর্বোপরি আলুর ফলন কম হলে যোগানে ঘাটতি দেখা দেবে, যার ফলে এইসব কৃষিদ্রব্য গুলির মূল্য ও আকাশছোঁয়া হবে বলেই ধারণা বিশেষজ্ঞদের।