হাওড়া, ৬ ডিসেম্বর:- নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়েছে হাওড়া। হাওড়া পুরনিগম এলাকার ৬২ নম্বর ওয়ার্ডে লিলুয়া রেল কলোনিতে গতকাল রাত থেকে ভারী বর্ষণের জেরে এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। জলমগ্ন এলাকায় ইতিমধ্যেই পাম্প চালিয়ে জল নামানোর চেষ্টা করছে পুরনিগম। রবিবার রাতে হাওড়া পুরসভা চেয়ারম্যান ডাঃ সুজয় চক্রবর্তী জানিয়েছেন হাওড়া পুরসভার অন্তর্গত বেশ কয়েকটি নিচু এলাকা আছে সেইসব এলাকায় ৪০টিরও বেশি পাম্প পাঠানো হয়েছে।
যত তাড়াতাড়ি জল নামানোর চেষ্টা করছেন হাওড়া পুরসভার আধিকারিকরা। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। হাওড়া, হুগলি, নদীয়া, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা সহ বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। এর পাশাপাশি হাওড়া পুরসভার অন্তর্গত ২৯ নম্বর ওয়ার্ডের জলমগ্ন ঘরের ভিতরে জল ঢুকে যাওয়ায় সমস্যায় পড়েছেন বাসিন্দারা। ভারী বর্ষণের জেরে রেল কলোনির প্রায় বেশ কিছু ঘর জলমগ্ন। পুরসভার তরফ থেকে পাম্প চালানো হলেও জল নামানো যায়নি। এদিন প্রাক্তন কাউন্সিলর শৈলেশ রাই সকালে এলাকা পরিদর্শন করেন। এবং ঘরের ভিতর জল ঢুকে যাওয়া রান্না খাওয়ায় সমস্যায় পড়েন স্থানীয় বাসিন্দারা। শৈলেশ রায়ের নেতৃত্বে এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।