এই মুহূর্তে জেলা

ড: বি,আর,আম্বেদকারের প্রয়ান দিবস পালন আরামবাগে।

আরামবাগ, ৬ ডিসেম্বর:- ডঃ বি আর আম্বেদকরের প্রয়ান দিবস পালন আরামবাগে। আজকের দিনেই ভারতীয় সংবিধানের জনক ডঃ বি আর আম্বেদকরের মহা প্রয়ান ঘটে। এদিন তাই আরামবাগ পৌরসভার পক্ষ থেকে মর্যাদার সাথে তাঁর প্রয়ান দিবস পালন করা হয় ।উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার প্রশাসক স্বপন নন্দী, আরামবাগের প্রাক্তন বিধায়ক কৃষ্ণ চন্দ্র সাঁতরা, আরামবাগ শহর তৃনমুল কংগ্রেসের সভাপতি প্রদ্বীপ সিংহ রায়সহ অন্যান্যরা ।উল্লেখ্য ডক্টর ভীমরাও রামজি আম্বেডকর একাধারে ছিলেন একজন ভারতীয় জ্যুরিস্ট, রাজনৈতিক নেতা, বৌদ্ধ আন্দোলনকারী, দার্শনিক, চিন্তাবিদ, নৃতত্ত্ববিদ, ঐতিহাসিক, বাগ্মী, বিশিষ্ট লেখক, অর্থনীতিবিদ, পণ্ডিত, সম্পাদক এবং অন্যদিকে ছিলেন রাষ্ট্রবিপ্লবী ও বৌদ্ধ পুনর্জাগরণবাদী। তিনি বাবাসাহেব নামেও পরিচিত ছিলেন। ভীমরাও রামজি আম্বেদকর ৬ই ডিসেম্বর ১৯৫৬ সালে প্রয়াত হন। তিনি ভারতের সংবিধানের খসড়া কার্যনির্বাহক সমিতির সভাপতিও ছিলেন। পাশাপাশি তিনি ভারতীয় জাতীয়তাবাদী এবং ভারতের দলিত আন্দোলনের অন্যতম পুরোধা ছিলেন এবং ভারতের সংবিধানের মুখ্য রচয়িতা। এদিন আরামবাগের গৌরহাটি মোরে ডঃ বি আর আম্বেদকরে মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করেন উপস্থিত বিশিষ্ট জনেরা।