এই মুহূর্তে কলকাতা

কলকাতা পুরসভার নির্বাচনে মোট ৯৫০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কলকাতা, ৫ ডিসেম্বর:- কলকাতা পুরসভার আসন্ন নির্বাচনে মোট ৯৫০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসনে রয়েছেন। শাসক দল তৃণমূল কংগ্রেস ১৪৪টি আসনে প্রার্থী দিলেও বিজেপির প্রার্থী রয়েছে ১৪২টি আসনে। সিপিএম ৯৬, সিপিআই ১৩, ফরওয়ার্ড ব্লক ১১, আরএসপি ৯ ও কংগ্রেস ১২১ আসনে প্রার্থী দিয়েছে। শাসক দলের দাবি কলকাতা পুরসভার ভোটে তৃণমূল কংগ্রেসের নিরঙ্কুশ জয় নিশ্চিত জেনে কার্যত ছত্রভঙ্গ অবস্থা বিরোধী শিবিরের। কোমর বেঁধে লড়াই দূরে থাক যুদ্ধ শুরু হওয়ার আগেই ওয়াক-ওভার দিতে ব্যস্ত বিরোধী শিবির। মুখ বাঁচাতে নানা রকমের অজুহাত তুললেও বিরোধী শিবিরের ছন্নছাড়া অবস্থা কিছুতেই চাপা দেওয়া যাচ্ছে না। শনিবার ছিল কলকাতা পুর নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। জমা পড়া মনোনয়নপত্র পরীক্ষা করে দেখার পরে দেখা যাচ্ছে ১৪৪ আসনের মধ্যে দুটিতে প্রার্থীই দিতে পারেনি প্রধান বিরোধী দল বিজেপি। যদিও বিজেপির দাবি তৃণমূলের লাগাতার হুমকির জেরে দু’টি ওয়ার্ডে তাঁদের প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন।