এই মুহূর্তে জেলা

জলাশয় বুজিয়ে নির্মাণের কাজ বন্ধ করে দিলো হাওড়া পুরনিগম।


হাওড়া, ৪ ডিসেম্বর:- হাওড়ার ৫০ নং ওয়ার্ডের অন্তর্গত কোনা মালিকপাড়ায় দীর্ঘদিনের একটি পুরনো জলাশয় এলাকারই কিছু মানুষ ভরাট করে সেখানে বাড়ি তৈরি করছিলেন বলে অভিযোগ এসেছিল পুরসভার কাছে। সেই খবর পেয়েই পুর প্রশাসকমন্ডলীর প্রধান ডাঃ সুজয় চক্রবর্তী, উপপ্রধান দেবাংশু দাস সহ পুরনিগমের আধিকারিকরা এবং দাশনগর থানার আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানে গিয়ে নির্মাণকারীদের দ্রুত কাজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। এর পাশাপাশি পুরনিগমের কনজারভেন্সি দপ্তরকে নির্দেশ দেওয়া হয় জলাশয়টি ভরাটের জন্য যে জঞ্জাল ফেলা হয়েছিল তা দ্রুত সেখান থেকে সরিয়ে ফেলার জন্য। এই বেআইনি কাজ এখনই বন্ধের নির্দেশ দেওয়া হয়। এদিন বহু স্থানীয় মানুষও সেখানে উপস্থিত ছিলেন।

এছাড়াও এলাকার থানাকেও সেখানে যাতে নির্মাণ না হয় তা দেখতে অনুরোধ করা হয়। এই ব্যাপারে ডাঃ সুজয় চক্রবর্তী জানান, যে জলাশয়টি ভরাট করা হচ্ছিল তা হাওড়া পুরনিগমের ৫০ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে। ওয়ার্ডটি নিচু জমি হওয়ায় সেখানে অল্প বৃষ্টিতে জল জমার সমস্যা রয়েছে। সেই জায়গায় এমন বড় জলাশয় বুঝিয়ে দিলে জল জমার সমস্যা বেড়ে যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে এই জলাশয় ভরাট করার খবর জানতে পেয়ে তা গুরুত্ব সহকারে সমাধানের চেষ্টা করা হয়েছে। যারা এই জলাশয় পাড়ে থাকেন সেই সমস্ত মানুষজন এই ভরাট করাকে সমর্থন করেছিলেন। এই ঘটনায় স্থানীয় মানুষ তাঁদের প্রাথমিকভাবে সেই কাজ করতে বারণও করেছিলেন। কিন্তু নির্মাণকারীরা কোনও কর্ণপাত করেনি। পরে খবর পেয়ে সেখানে গিয়ে পুরসভার তরফ থেকে সেই কাজ বন্ধ করে দেওয়া হয়।