আরামবাগ, ১ ডিসেম্বর:- ১৯৮৮ সালে প্রথম বিশ্ব এইডস দিবস পালিত হয়। প্রতি বছর ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালিত হয়। সারা বিশ্বজুড়ে পালিত হচ্ছে এইডস দিবস। সেই মতো পশ্চিমবঙ্গেও সাধারণ মানুষকে এইডস সম্পর্কে সতর্ক করা এবং সচেতন করার জন্য এই দিনটি বিশ্ব এইডস দিবস হিসাবে পালিত হচ্ছে। এদিন হুগলি জেলার আরামবাগ মহকুমা হাসপাতালে তারকেশ্বরের বিবেকানন্দ পল্লী সেবা কেন্দ্রের পক্ষ থেকে এইডস দিবস পালিত হয়। জানা গেছে, এই রোগের থাবা থেকে রক্ষা পেতে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যে পদক্ষেপ করা হয়েছিল,
তা সকলের কাছে তুলে ধরার উদ্দেশ্যেই পালিত হয় এই দিনটি। পাশাপাশি যে সমস্ত ব্যক্তিরা এইচআইভি বা হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাসের সঙ্গে মোকাবিলা করছেন, তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াও এই দিবস পালনের অন্যতম উদ্দেশ্য। সারা বিশ্বের জনগণের জন্য এইচআইভি একটি বিপজ্জনক জনস্বাস্থ্য সমস্যা। এই ভাইরাস ব্যক্তি রোগ প্রতিরোধ ব্যবস্থাকে আক্রমণ করে এবং সমস্ত রোগের প্রতি প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার ক্ষমতাকে কমিয়ে আনে। এর ফলে রোগীর জীবন দুর্বিষহ হয়ে ওঠে। এদিন আরামবাগ মহকুমা হাসপাতাল থেকে মহিলার মিছিল করে সুপার স্পেশালিটি হাসপাতালে যান এবং এলাকার মানুষকে সচেতন করেন। এডস রোগের বিরুদ্ধে লড়াই করার কথা বললেও আক্রান্ত রোগিকে ঘৃনা না করার বার্তা দেন।