এই মুহূর্তে জেলা

দুয়ারে রেশন প্রকল্প চালু হলেও , কমিশন না মেলায় ক্ষোভ ডিলারদের।


আরামবাগ, ১ ডিসেম্বর:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি নাকি ছিলো কিন্তু পুরন হয়নি। পাইলট প্রোজেক্ট হিসাবে দুয়ারে রেশন প্রকল্প চালু হলেও রেশন ডিলাররা এখনও কমিশন পায়নি। এমন কি মোবাইলের সঙ্গে আধার লিঙ্ক করলে ২.৫০ পয়সা করে কমিশন পাবে তাও দেওয়া হয়নি। অথচ নেতাজী ইনডোর স্টেডিয়ামে নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি ঘোষণা করেছিলেন রেশন ডিলারদের পাইলট প্রোজেক্ট হিসাবে দুয়ারে রেশন প্রকল্পে কমিশন পনেরো দিনের মধ্যে দেওয়া হবে। কিন্তু দেওয়া হয়নি। এমনই চাঞ্চল্য কর অভিযোগ করলেন হুগলি জেলার আরামবাগ মহকুমা রেশন ডিলার অ্যাসোশিয়েশনের সম্পাদক দিলীপ ঘোষ। এদিন আরামবাগ মহকুমা খাদ্য দপ্তরে ডেপুটেশন দিতে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই রখম চাঞ্চল্যকর মন্তব্য করেন। এদিন একগুচ্ছ দাবী তুলে আরামবাগ মহকুমা খাদ্য ও সরবরাহ দপ্তরের ডেপুটেশন দেয় রেশন ডিলারদের সংগঠনটি। এখন দেখার তাদের দাবীগুলো পুরন করতে প্রশাসন কি পদক্ষেপ নেয়।