কলকাতা, ২৭ নভেম্বর:- আসন্ন পুর নির্বাচনে রাজনৈতিক দলের প্রচারে সময় কিছুটা বাড়ানো হলো। মূলত বিরোধী রাজনৈতিক দলগুলোর দাবি মেনে এই সিদ্ধান্ত বলে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। পুরভোটের বিজ্ঞপ্তি জারির আগেই সর্বদল বৈঠকে কমিশন জানিয়ে দিয়েছিল যে এবারের পুরভোটে করোনা সংক্রমণের কথা মাথায় রেখে প্রচারের সময়সীমা কমিয়ে দেওয়া হয়েছে।
সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রচার করতে পারবে রাজনৈতিক দলগুলি। যা নিয়ে আপত্তি ছিল বিরোধীদের। আসন্ন পুর নির্বাচনে রাজনৈতিক দলের প্রচারে সময় কিছুটা বাড়ানো হলো। রাত নটার পর থেকে পরদিন সকাল আটটা পর্যন্ত প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে। এর পাশাপাশি কমিশন সিদ্ধান্ত নিতে চলেছে যে ভোট শুরুর ৭২ ঘন্টার পরিবর্তে ৪৮ ঘন্টা আগে প্রচার শেষ করতে হবে। আগে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল ভোটের প্রচার বন্ধ করতে হবে ৭২ ঘণ্টা আগে। প্রসঙ্গত, আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পুরনিগমের ভোট গ্রহণ।