এই মুহূর্তে কলকাতা

করোনা পরিস্থিতির সঠিক চিত্র তুলে ধরতে করোনার পরীক্ষা বাড়ানোর উপর জোর দেওয়া হচ্ছে।

কলকাতা, ২৪ নভেম্বর:- চলতি উৎসবের মরসুমে দেশের করোনা পরিস্থিতির সঠিক চিত্র তুলে ধরতে করোনা পরীক্ষা বাড়ানোর উপর জোর দেওয়া হচ্ছে। এব্যাপারে কেন্দ্রীয় সরকার ও রাজ্যকে পরামর্শ দিয়েছে। যেখানে গোটা বিশ্বে করোনার সংক্রমণ বৃদ্ধির প্রসঙ্গ উল্লেখ করে রাজ্যকে সতর্ক করা হয়েছে।রাজ্যের স্বাস্থ্য দফতরের বক্তব্য, আগেই এ ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে। করোনা র নমুনা পরীক্ষা বাড়াতে জেলা গুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। উৎসবের বিপদ সম্পর্কে সতর্ক করে দিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ রাজ্য সহ দেশের অন্যান্য ১৩টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল কে চিঠি দিয়েছেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

নাগরিকদের প্রতিষেধক দেওয়ার পরেও বিশ্বের বেশ কিছু উন্নত দেশে করোনা পরিস্থিতি অবনতি হতে শুরু করেছে বলে তিনি চিঠিতে উল্লেখ করেছেন। এই পরিস্থিতিতে ভারতের কোভিড চিত্র ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে তা পর্যাপ্ত পরীক্ষা না হলে বোঝা সম্ভব নয় বলে তিনি জানিয়েছেন। এই সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় সরকার রাজ্য কে সব রকমের সহযোগিতা করবে বলেও স্বাস্থ্যসচিব উল্লেখ করেছেন। বাংলা-সহ দেশে ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে এই চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব। তালিকায় রয়েছে এ রাজ্য ছাড়া রয়েছে নাগাল্যান্ড, সিকিম, মহারাষ্ট্র, কেরল, গোয়া, মণিপুর, মেঘালয়, মিজোরাম, জম্মু-কাশ্মীর, পঞ্জাব, রাজস্থান ও লাদাখ।