এই মুহূর্তে কলকাতা

হাইকোর্টে হলফনামা দিয়ে কমিশন যে তথ্য দিয়েছে।

কলকাতা, ২৩ নভেম্বর:- প্রথম দফার ভোট প্রস্তাব ১৯ ডিসেম্বর। ওই দিন কলকাতা এবং হাওড়া পুরো নিগমের ভোট চায় রাজ্য। মূলত করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই দফায় দফায় ভোট করার পরিকল্পনা।রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশন আলোচনার ভিত্তিতে পুরভোট করবে এটাই রীতি। সেই দিক থেকে দুই তরফেই একাধিক দফায় পুরভোটের পক্ষে। কলকাতায় ৮৫ শতাংশ এবং হাওড়ায় ৫৫ শতাংশ দ্বিতীয় ডোজ টিকাকরণ সম্পূর্ণ হয়েছে। অন্য কোথাও এই হারে টিকাকরণ হয়নি।তাই এই দুই পুরসভায় সবার আগে ভোট। সব পুর সভার ভোট একসঙ্গে করানোর মত পর্যাপ্ত ইভিএম নেই কমিশনের হাতে।

১১২ পুরসভা ভোটের জন্য ৩০১৭৩ ইভিএম প্রয়োজন। এই পরিমান ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম এই মুহূর্তে কমিশনের হাতে নেই। কলকাতা পুরনিগমের পুরভোটের জন্য প্রয়োজন ৭৯৯৯ ইভিএম। কলকাতায় ৪৭০৪ ভোটকেন্দ্র হবে সঙ্গে অতিরিক্ত ভোট কেন্দ্র হবে ৯৪১ টি। রিজার্ভ, ট্রেনিং মিলিয়ে সর্বমোট ৭৯৯৯ ইভিএম প্রয়োজন। রাজ্য নির্বাচন কমিশনের হাতে কার্যকরি ১৫৬৮৭ ইভিএম রয়েছে। এর মধ্যে M2 টাইপ ইভিএম ৭৮৫১টি এবং M1 টাইপ ইভিএম ৭৮৩৬ এই ইভিএম দিয়ে মেয়াদ উত্তীর্ণ ১১২ পুরসভার একসঙ্গে ভোট সম্ভব নয়।