এই মুহূর্তে কলকাতা

সব পুরসভায় একদিনেই ভোট করানো হোক , রাজ্য নির্বাচন কমিশনকে প্রস্তাব রাজ্যপালের।

কলকাতা, ২৩ নভেম্বর:- আলাদা আলাদা দিনে নয়, রাজ্যের যে সব পুরসভায় নির্বাচন বকেয়া রয়েছে সেই সব পুরসভায় একদিনেই ভোট করানো হোক। রাজ্য নির্বাচন কমিশনকে এই প্রস্তাব দিলেন রাজ্যপাল জগদীপ ধানখড় রাজ্যের বিভিন্ন পুরসভার নির্বাচন নিয়ে আলোচনা করতে রাজ্যপাল মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের সঙ্গে বৈঠক করেন। প্রায় এক ঘন্টা দুজনের মধ্যে আলোচনা হয়।এদিন রাজ্যপাল সৌরভবাবুর সঙ্গে বৈঠকে জানান, রাজ্য নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা। তাঁদের ক্ষমতা জাতীয় নির্বাচন কমিশনের মতোই। তিনি চান রাজ্য নির্বাচন কমিশন স্বাধীন ভাবে নিরপেক্ষভবাবে এই পুরনির্বাচনের ব্যবস্থা করুক। আর ধাপে ধাপে নয়, ১১২ পুরসভায় ভোট হোক একই সঙ্গে। আর এই বৈঠকের পরেই কিন্তু রাজ্য নির্বাচন কমিশন জানিয়ে দেয় এদিন তাঁরা কলকাতা ও হাওড়া পুরনিগমের নির্বাচনী দিনক্ষণ ঘোষণা করছেন না।

বুধবার কলকাতা হাইকোর্টে পুরনির্বাচন নিয়ে বিজেপির দায়ের করা একটি মামলার শুনানি রয়েছে। সেই মামলাতেই রাজ্য সরকার হলফনামা দিয়ে জানিয়েছে, তাঁরা ১৯ ডিসেম্বর কলকাতা ও হাওড়া পুরনিগমের নির্বাচন করাতে চাইছেন। তার পরে আরও কিছু দফায় রাজ্যের বাকি সব পুরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে কাল এই মামলার আবারও শুনানি আছে। সেই শুনানি শেষে হাইকোর্ট কী রায় দেয় তা দেখেই পুরনির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করবে রাজ্য নির্বাচন কমিশন। ইতিমধ্যেই রাজ্য বিজেপির সহ-সভাপতি প্রতাপ বন্দোপাধ্যায়ের করা জনস্বার্থ মামলার প্রেক্ষিতে হলফনামা দিয়ে কমিশন আদালতকে জানিয়েছে রাজ্যে বাকি থাকা ১১২ টি পুরসভায় একসঙ্গে ভোট করাতে গেলে ৩০ হাজার ১৭৩ টি ইভিএম প্রয়োজন। এই মুহূর্তে কমিশনের হাতে ১৫ হাজার ৬৮৭ টি ইভিএম রয়েছে।