এই মুহূর্তে কলকাতা

রাজ্য সরকারি কর্মীর সন্তানের প্রাপ্য পেনশনের পরিমান বাড়ানো হলো।

কলকাতা, ২৩ নভেম্বর:- এর আগেই আরও বেশি সংখ্যক মানুষকে অবসরকালীন নিরাপত্তার আওতায় আনতে পারিবারিক পেনশনের ক্ষেত্রে আয়ের উর্ধ্বসীমা বাড়ানো হয়েছে রাজ্যে।এবার রাজ্য সরকারি কর্মীর সন্তানের প্রাপ্য ফ্যামিলি পেনশনের পরিমাণও বাড়ানো হল। পেনশন প্রাপক সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর স্ত্রী অথবা স্বামী ফ্যামিলি পেনশন পান। ফ্যামিলি পেনশন প্রাপকের মৃত্যু হলে তাঁর সন্তানের নিজস্ব কোনও আয় না-থাকলে ২৪ বছর পর্যন্ত পেনশন দেওয়া হয়। পেনশন প্রাপকের স্বামী/স্ত্রী না-থাকলেও সন্তান ওই বয়স পর্যন্ত ফ্যামিলি পেনশন পেয়ে থাকেন। ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার পর এবার সন্তানের ফ্যামিলি পেনশন বৃদ্ধির নির্দেশ জারি করেছে অর্থদপ্তর।বর্ধিত পেনশন ২০২০ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে। যে সন্তানের বাবা-মা দু’জনেই পেনশন প্রাপক ছিলেন তাঁর ফ্যামিলি পেনশনের সর্বোচ্চ সীমা ১২ হাজার ৭৪৭ টাকা থেকে ৩২ হাজার ৭৬০ করা হয়েছে।

একজন পেনশন প্রাপক হলে সর্বোচ্চ সীমা ৬৮৪৮ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার ৬০০ টাকা করা হয়েছে। এর আগেই স্থির করা হয়েছে প্রতিমাসে সর্বোচ্চ মাসিক ৯ হাজার টাকা রোজগার করলেও পারিবারিক পেনশন পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচনা করা হবে। এরফলে রাজ্যের প্রায় সাত লক্ষ্য পেনশন প্রাপকের পরিবারের সদস্যরা উপকৃত হয়েছে। রাজ্য সরকারি কর্মচারীদের মৃত্যুজনিত বা অবসরকালীন গ্র্যাচুইটিও ৬ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১২ লক্ষ টাকা করা হয়েছে। অবসরপ্রাপ্ত কর্মী বা পারিবারিক পেনশনভোগীর বয়স ৮০ বা তার বেশি হলে তিনি নতুন মূল পেনশনের ২০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত পাবেন। ৮০ থেকে ৮৫ বছর বয়স পর্যন্ত মিলবে ২০ শতাংশ অতিরিক্ত পেনশন। ৮৫ থেকে ৯০ বছর বয়স পর্যন্ত ৩০ শতাংশ, ৯০ থেকে ৯৫ বছর বয়স পর্যন্ত ৪০ শতাংশ, ৯৫ থেকে ১০০ বছর বয়স পর্যন্ত ৫০ শতাংশ এবং শতায়ুরা মূল পেনশনের দ্বিগুণ বাড়তি হিসেবে পাবেন।