এই মুহূর্তে জেলা

চলন্ত বাসে সজোরে ধাক্কা বাইকের , গুরুতর জখম আরোহী।

সুদীপ দাস, ২৩ নভেম্বর:- চলন্ত বাসের সামনে সজোরে ধাক্কা বাইকের। ঘটনায় গুরুতর জখম বাইক আরোহী। মঙ্গলবার দুপুর তিনটে নাগাদ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার হুগলী মোড়ে। আহত বাইক আরোহীর নাম রাজু দাস। বাড়ি চুঁচুড়ার চকবাজারে বলে জানা গেছে। গুরুতর জখম অবস্থায় রাজুকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুর তিনটে নাগাদ চুঁচুড়া-জিরাট ৮ নম্বর রুটের একটি বাসকে জিরাটের দিকে যাওয়ার পথে হুগলী মোড়ের কাছে উল্টোদিক থেকে আসা রাজুর বাইক সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই ছিটকে পরে রাজু। পরে স্থানীয়রা রাজুকে চুঁচুড়া হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে।