সুদীপ দাস, ২২ নভেম্বর:- রাস্তা দখলকে কেন্দ্র করে জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হয়ে রাস্তা অবরোধ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য চুঁচুড়ায়। চুঁচুড়ায় গঙ্গাপারে অবস্থিত হুগলী জেলা সংশোধনাগারের দক্ষিন দিকে দুটি রাস্তা। একটি সাধারন স্ট্রান্ড রোড। আর একটা ঘুটিয়াবাজার লোকালয়ে যাওয়ার রাস্তা। স্থানীয়দের বক্তব্য কয়েকশো বছর ধরে সেই রাস্তা দিয়ে যাতায়াত করছে স্থানীয়রা। আজ হঠাৎ করেই সেই রাস্তায় ব্যারিকেড দিয়ে দখল করে নেয় জেল কর্তৃপক্ষ। অভিযোগ কর্তৃপক্ষের সাথে কথা বলতে গেলে দুঃব্যাবহার করা হয়।
এরই প্রতিবাদে জেলের সামনে স্ট্র্যান্ড রোড অবরোধ করে স্থানীয়রা। ঘটনাস্থলে চুঁচুড়া থানার পুলিশ এসে উপস্থিত হয়। এরপর স্থানীয়দের মধ্য থেকে দুজনের এক প্রতিনিধি দলকে নিয়ে পুলিশ জেল কর্তৃপক্ষের সাথে কথা বলেন। সেখানে লিখিত আবেদনের ভিত্তিতে এবিষয়ে আলোচনার প্রতিশ্রুতি মিললে সকাল ৯টা থেকে শুরু হওয়া এই অবরোধ সাড়ে দশটা নাগাদ তুলে নেয় স্থানীয়রা। এলাকাবাসীদের দাবী মেনে আপাতত ঘুটিয়াবাজারে ঢোকার রাস্তা থেকে ব্যারিকেড সরি নেয় জেল কর্তৃপক্ষও।