হুগলি, ২১ নভেম্বর:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শীত ঘুমে আছেন। তাকে জাগাতে হবে। ওনাকে শীত ঘুম থেকে জাগাতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি। হুগলি জেলার শ্রীরামপুরে বিজেপির অবস্থান বিক্ষোভে এসে এভাবেই মন্তব্য করলেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। এদিন শ্রীরামপুর বেল্টিং বাজারে পেট্রল ও ডিজেলের দাম কমানোর দাবিতে বিজেপি বিক্ষোভ করে। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্যের অন্যতম সহ সভাপতি রাজু ব্যানার্জি, শ্রীরামপুর বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি শ্যামল বোস, বিজেপি নেত্রী কৃষ্ণা ভট্টাচার্য। প্রসঙ্গত উল্লেখ্য, কোভিড পরিস্থিতিতে পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে যাওয়ায় দেশ জুড়ে একটা চাপা ক্ষোভ জমা হয়েছিলো। এমন কি বিরোধীরা কেন্দ্রীয় সরকারের ওপর পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানোর জন্য দোষারোপ করে।পাশাপাশি রাজ্যে রাজ্যে আন্দোলন শুরু করে বিজেপি বিরোধী দলগুলি। পশ্চিমবঙ্গেও শাসকদল তৃনমুল বিজেপির বিরুদ্ধে পেট্রোল ও ডিজেলের দাম কমানোর দাবীতে গরুগাড়ি, সাইকেলে চড়ে নেতা আন্দোলন করেছিলো।
এই রখম এক পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার পেট্রোপর্নের ওপর এক্সাইজ ডিউটি কমিয়ে দেয়। তার জেড়ে পেট্রোল ও ডিজেলের দাম অনেকটাই কমে যাবে বলে মনে করে বিশেষজ্ঞ মহল। যদি রাজ্যগুলি পেট্রোপর্নের ওপর ভ্যাট কমায়। জানা গিয়েছে, ভারতের বেশ কয়েকটি রাজ্য পেট্রোপর্নের ওপর ভ্যাট কমানোর ফলে ওই সব রাজ্যে পেট্রোল ও ডিজেলের দাম অনেকটাই কমেছে। কিন্তু পশ্চিমবঙ্গে পেট্রো পর্নের ওপর ভ্যাট কমেনি। তাই পেট্রোল ও ডিজেলের দামও কমেনি। এদিন তাই বিজেপি নেতৃত্ব শ্রীরামপুরে পেট্রোল ও ডিজেলের দাম কমানোর দাবীতে অবস্থান বিক্ষোভ করে। এই বিষয়ে শ্রীরামপুর বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি শ্যামল বোস জানান, পেট্রোল ও ডিজেলের দাম কমানোর দাবীতে আমরা রাস্তায় নেমেছি। যতদিন না মমতা বন্দ্যোপাধ্যায় পেট্রোল ও ডিজেলের দাম কমাচ্ছে ততদিন আমাদের এই আন্দোলন চলবে।মদের দাম কমানো হচ্ছে অথচ রাজ্যে পেট্রোলের দাম কমছে। ২৩ টি রাজ্য ভ্যাট কমিয়েছে। তাই রাজ্য সরকার যতদিনটা পেট্রোল ও ডিজেলের দাম না কমাচ্ছে ততদিন এই প্রতিবাদ চলবে।