এই মুহূর্তে জেলা

পরীক্ষায় বসার অনুমতির দাবিতে দাসনগর আই, টি,আইতে বিক্ষোভ।

হাওড়া, ১৯ নভেম্বর:- লকডাউনের কারণে অনলাইনে প্রায় এক বছরে ক্লাস চলেছে। এরপর কয়েক মাস আগে গত সেপ্টেম্বর থেকে হাওড়ার দাস নগরের কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান আইটিআই এ শুরু হয়েছে অফলাইন বা ক্লসরুমে ক্লাস করা। সামনেই পরীক্ষা। সব ছাত্র-ছাত্রীদের অ্যাডমিট কার্ড এলেও তাদের মধ্যে অনেককেই পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। অনলাইন ক্লাসের উপস্থিতিকে হিসেবে ধরা হচ্ছে না। যার ফলে অনেক ছাত্র-ছাত্রীর উপস্থিতির হার কম থাকায় তাদের পরীক্ষায় বসতে না দেওয়ায় এদিন হাওড়ার দাসনগর আইটিআই এ বিক্ষোভ দেখান ছাত্র-ছাত্রীরা। যদিও এই প্রসঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে কেউ মুখ খোলেননি।