এই মুহূর্তে জেলা

কৃষি আইন বাতিলের পর জমিতে নেমে ধান ঝাড়াই মন্ত্রী বেচারামের।

হুগলি, ১৯ নভেম্বর:- শুভবুদ্ধির উদয় হয়েছে। জনগন যে শক্তি, সেটা তারা বুঝতে পেরেছে বলে কৃষি আইন প্রত্যাহার করেছে। কটাক্ষ করেছে রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষি আইন প্রত্যাহার করার পর বেচারাম মান্না জমিতে নেমে কৃষকদের সাথে ধান ঝাড়াই করেন। তিনি আরো বলেন, সিঙ্গুরে বামফ্রন্ট সরকার জোর করে কৃষি জমি অধিগ্রহন করে পিছু হঠেছিল, ঠিক সেভাবেই মোদীর অহঙ্কারের পতন ঘটল। তবে মার্কেট প্রাইস নিয়ে কিছু বলেনি। পূঁজিপুতিদের হাতে যে ফসলের দাম থাকবে না, তা নিয়েও খোলাখুলি বলেনি।