এই মুহূর্তে জেলা

হাওড়াতেও খুলল স্কুল কলেজ।

হাওড়া, ১৬ নভেম্বর:- প্রায় ২ বছর পর কোভিড বিধি মেনে আজ সকাল থেকেই খুলে গেল রাজ্যের সব স্কুল কলেজ। শিক্ষা দফতরের নির্দেশ মেনে হাওড়াতেও খুলেছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। এদিন সকালে আন্দুল রোডের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে দেখা গেল কোভিড বিধি মেনে চলছে স্কুল। সেখানে পড়ুয়াদের হাতে স্যানিটাইজার দিয়ে হাত জীবাণুমুক্ত করা হয়। সকলকে স্কুলে ঢোকার মুখে মাস্ক দেওয়া হয়। ক্লাসেও পড়ুয়াদের সোস্যাল ডিসট্যান্স মেনে বেঞ্চে বসানো হয়। প্রায় ২ বছর ধরে করোনা অতিমারীর কারণে বন্ধ ছিল সব স্কুল কলেজ। তবে অনলাইনে ক্লাস হচ্ছিল। এদিন থেকে নিউ নর্মালে স্বাস্থ্যবিধি মেনে খুলেছে সব শিক্ষাপ্রতিষ্ঠান।