কলকাতা, ১৬ নভেম্বর:- রাজ্য সরকার কোনভাবেই কেন্দ্রের চাপিয়ে দেওয়া একতরফা শিক্ষানীতির সবটা মেনে চলবে না। মঙ্গলবার বিধানসভায় এক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়ে দিলেন, ‘জাতীয় শিক্ষানীতি নিয়ে কেন্দ্রীয় সরকার কোনও ফতোয়া চাপিয়ে দিলে তা মেনে নেব এর কোনও মানে নেই। শিক্ষার বিষয়ে বাঙালির নিজস্ব চিন্তাভাবনা আছে। তিনি আরও জানান, জাতীয় শিক্ষানীতি নিয়ে শিক্ষাবিদদের মধ্যেই অনেকাংশে মতভেদ আছে। রাজ্য সরকার কেন্দ্রের একতরফা ফতোয়া মানবে না’। পাশাপাশি এদিন বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়ে দিলেন আগামী দুই মাসের মধ্যেই জট কাটিয়ে প্রায় ১৫ হাজার এসএসসি শিক্ষক নিয়োগ করবে। তিনি জানিয়েছেন, আদালতের জট কাটিয়েই এই নিয়োগ হবে।
এদিন বিধানসভায় পাথরপ্রতিমার তৃণমূল বিধায়ক জানতে চান এসএসসি-র নিয়োগ কবে থেকে শুরু হবে। এই প্রশ্নের উত্তরেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, আদালতের জট কাটিয়ে আগামী ২ মাসের মধ্যেই প্রায় ১৫ হাজার শিক্ষক পদে নিয়োগ হবে। এর বেশি কিছু না জানালেও এদিন শিক্ষামন্ত্রী কেন্দ্রীয় শিক্ষানীতি নিয়ে সরব ছিলেন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, জাতীয় শিক্ষানীতি নিয়ে অনেকাংশে মতভেদ রয়েছে। আমরা একতরফা ফতোয়া মানব না। অপরদিকে এসএসসি সূত্রে জানা যাচ্ছে, আগামী ডিসেম্বর মাসের মধ্যেই সমস্ত অভিযোগের নিষ্পত্তি করে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শেষ করা সম্ভব হবে। জানা যাচ্ছে, গত ৮ অক্টোবর পর্যন্ত ১৩ হাজার চাকরিপ্রার্থীর অভিযোগের নিষ্পত্তি হয়েছে। ৩০ নভেম্বরের মধ্যে আরও ১,২০০ চাকরিপ্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। সবমিলিয়ে প্রায় ৫ হাজার অভিযোগের নিষ্পত্তি বাকি, যা ডিসেম্বরের মধ্যেই মিটিয়ে নিয়োগ শুরু হয়ে যাবে আগামী বছরের শুরুতেই।