এই মুহূর্তে জেলা

আশ্রমের শিশুদের নিয়ে ভাইফোঁটার আয়োজন বেলুড়ের ক্লাব সংগঠনের।

হাওড়া, ৬ নভেম্বর:- এদের কারও বয়স ৫, ৬, ৮ বা ১০ বছর। এরা প্রত্যেকেই ছোট থেকেই থাকে বেলুড়ের দীনদুখী উদাসীন লালবাবা আশ্রমে। উৎসবের দিনগুলোতে মা-বাবা পরিবারের থেকে দূরে থাকায় তাদের মুখে হাসি ফোটাতে আজ শনিবার সকালে ভাইফোঁটার দিনে এগিয়ে এলো স্থানীয় ক্লাব সংগঠন বেলুড় প্রিন্টার। ক্লাবের পক্ষ থেকে সদস্য সদস্যারা এই ছোট শিশুদের আজ ভাতৃদ্বিতীয়ার দিন জাঁকজমকের সাথে ভাইফোঁটা দিলেন। এদের মুখে তুলে দেওয়া হলো মিষ্টি এবং হাতে তুলে দেওয়া হলো কিছু উপহার সামগ্রী। স্বাভাবিকভাবেই ভাতৃদ্বিতীয়ার দিন তারা এই আনন্দ পেয়ে খুশি। এই প্রচেষ্টার সাধুবাদ জানান সকলে। এদিন আশ্রমের শিশুদের নিয়ে ভাইফোঁটার আয়োজন করেছিল হাওড়ার বেলুড়ের ওই ক্লাব সংগঠন।