এই মুহূর্তে জেলা

মিষ্টি কিনলেই কাঁচের প্লেট বিনামূল্যে সিঙ্গুরে।

হুগলি, ৬ নভেম্বর:- এবারের ভাইফোঁটায় ভাই-দাদাদের হাতে প্লেটে রকমারি মিষ্টির থালা তুলে দেবে বোনেরা। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে দোকানের ভীড় কমাতে অভিনব উদ্যোগ সিঙ্গুরের এক মিষ্টি প্রস্তুতকারক। সরপুরিয়া থেকে গোপালভোগ, ম্যাঙ্গো মিলকোস, স্টবেরি জলভরা, গোপালভোগ, বাদশাভোগ সহ বিভিন্ন স্বাদের মিষ্টি রয়েছে একটা কাঁচের প্লেটে। শুধু বোনেরা ফোঁটা দিলেই ভাইরা হাতে পাবে প্লেট ভর্তি মিষ্টি। গতবছর ভাইফোঁটায় লকডাউনের জেরে বিক্রির বাজার মন্দা ছিল, কিন্তু এবছর জনজীবন স্বাভাবিক থাকার কারণে বিক্রি অনেক বেড়েছে বলে মত প্রকাশ করেছে মিষ্টি বিক্রেতারা। দামে ছ্যাঁকার কারণে বোনেদের কষ্ট হলেও বছরের একটা দিনে ভাইদের হাতে প্লেট ভর্তি মিষ্টি তুলে দিতে পেরে খুশি সকলেই।