কলকাতা, ১ নভেম্বর:- রাজ্যের খসড়া ভোটার তালিকা সোমবার প্রকাশিত হয়েছে।একই সঙ্গে শুরু হয়েছে ভোটার তালিকা সংশোধনের কাজ। যা চলবে ৩০ শে নভেম্বর পর্যন্ত। এসময় অনলাইন এবং অফলাইন দু ভাবেই ভোটার তালিকায় নাম তোলা এবং এপিক কার্ড সংশোধনের আবেদন জানানো যাবে বলে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে। ভোটগ্রহণ কেন্দ্রে গিয়ে আবেদন জানানোর পাশাপাশি www.nsvp.in অথবা voterportal.eci.gov.in এই দুটি ওয়েবসাইটের মাধ্যমে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করণ বা ভোটার কার্ড সংশোধনের আবেদন জানানো যাবে। ভোটার হেল্পলাইন অ্যাপ এর মাধ্যমেও এই কাজ গুলি করা যাবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে।