এই মুহূর্তে জেলা

হুগলিতে ১২ টি ব্লক ও আটটি পুরসভার পঞ্চাশটির বেশি এলাকা কন্টেইনমেন্ট জোন।

হুগলি, ২৪ অক্টোবর:- সংক্রমণের মোকাবিলায় রাশ টানতে হুগলিতে কন্টাইনমেন্ট ও মাইক্রো কন্টাইমেন্ট জোন হিসেবে বেশ কিছু এলাকাকে চিহ্নিত করল জেলা প্রশাসন ।শনিবার রাতেই জেলা প্রশাসন এক নির্দেশিকা জারি করে জেলার ১২টি ব্লক ও ৮টি পুরসভার পঞ্চাশটির বেশি এলাকা কে কন্টাইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করেছে। পুরসভা ও পঞ্চায়েতের ওই সমস্ত এলাকায় রবিবার ছুটির দিন থেকেই করোনা স্বাস্থ্যবিধি মেনে চলার উপরে সচেতনতা মূলক প্রচারে জোর দেওয়ার জন্য পুরসভা ও

পঞ্চায়েত গুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে চন্দননগর মহকুমার ১৭ টি ওয়ার্ড, শ্রীরামপুর পুরসভার ৭ টি ও বৈদ্যবাটি পুরসভার ৪টি এবং ডানকুনি, রিষড়া পুরসভার একটি করে ওয়ার্ডকে কনন্টাইনমেন্ট জোনের আওতায় আনা হয়েছে। জেলা স্বাস্থ্য দপ্তর জানিয়েছে ৬৭২ জন করোনা সংক্রমণের স্বীকার হয়েছেন। অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৮৩ রবিবার রাত্রি অবধি। তবে করোনা সংক্রমণের মোকাবিলায় সচেতনতা মূলক প্রচার শুরু করেছে পুরসভাগুলি।