এই মুহূর্তে কলকাতা

উত্তরবঙ্গের বন্যা নিয়ন্ত্রণে কেন্দ্রের কাছে ১১০ কোটির প্রকল্প রিপোর্ট জমা রাজ্যের।


কলকাতা, ২২ অক্টোবর:- রাজ্য সরকার উত্তরবঙ্গের তিন জেলার বন্যা নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সরকারের কাছে মোট ১১০ কোটি টাকার প্রকল্প রিপোর্ট জমা দিয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে সেচ বিভাগের অধীনে থাকা গুরুত্বপূর্ণ পাঁচটি বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের কথা উল্লেখ করে কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রকের অধীনে থাকা ব্রহ্মপুত্র নদী বোর্ডের কাছে তা জমা দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য এই বোর্ডের অধীনে তিন জেলার তিস্তা, কুমলাই, মূর্তি, ডায়না, ধরলা, তোর্সা, রায়ডাক, মানসাই নদীগুলি রয়েছে