হুগলি, ২২ অক্টোবর:- লক্ষী পুজোর বিসর্জনে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে রণক্ষেত্র হয়ে উঠল হরিপালের মোসাইমোড়। কোভিট পরিস্থিতি র জন্য লক্ষীপুজোর শোভাযাত্রায় নিষেধাজ্ঞা করা হয়েছিল পুলিশ প্রশাসনের পক্ষথেকে। কিন্তু প্রশাসন কে বুড়ো আঙ্গুল দেখিয়ে বড় বড় ডিজে নিয়ে তাঁরস্বরে মাইক বাজিয়ে শোভাযাত্রা করলে পুলিশ বাঁধা দেয়। তারপরেই পুলিশের সাথে খন্ড যুদ্ধ বাঁধে। শুরু হয় ব্যাপক ইট বৃষ্টি। ইটের আঘাতে কয়েকজন পুলিশ আহত হয়েছে। এলাকার কয়েকটি দোকান ও বাড়িতে ভাঙচুর চলে বলে অভিযোগ।
ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। ঘটনার পর আজ সকাল থেকেই থমথমে গোটা এলাকা। এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। আজ সকালেও এলাকার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রচুর ইট। ভয়ে অনেকে দোকান খুলতে পারেনি হরিপালের মোসাইমোড় এলাকায়। গ্রামবাসীদের অভিযোগ, পুলিশ গভীররাতে বাড়িতে বাড়িতে ঢুকে তল্লাশির নাম করে বেধড়ক মারধোর করে।