কলকাতা, ১৯ অক্টোবর:- ব্যাংকের নথি সংক্রান্ত গোলমাল সহ অন্যান্য কারণের জেরে লক্ষীর ভান্ডার প্রকল্পে যেসব মহিলার একাউন্টে এখনো টাকা ঢোকেনি তারা যাতে দ্রুত ওই প্রকল্পের অর্থ সাহায্য পান রাজ্য সরকার উদ্যোগী হয়েছে। মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী সোমবার সন্ধ্যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন জেলার জেলাশাসক সহ প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করে লক্ষীর ভান্ডার প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন।সেখানে তিনি ৩০ এ অক্টোবরের মধ্যে এ বিষয়ে যাবতীয় সমস্যার সমাধানের নির্দেশ দিয়েছেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। সেপ্টেম্বর মাস থেকেই তাতে টাকা দেওয়া শুরু হয়ে গেছে। অভিযোগ, সরকারি তহবিল থেকে টাকা পাঠিয়ে দেওয়া হলেও এখনও অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি।
আবেদন জমা দেওয়ার সময় ব্যাঙ্কের নথি ও বিবরণে কিছু ভুল থাকার কারণেই এই টাকা আটকে আছে বলে খবর। মুখ্যসচিব এই সমস্যার দ্রুত সমাধান করার নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট আধিকারিকদের।আগামী ৩০ অক্টোবর রাজ্যের বাকি চার কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নদিয়ার শান্তিপুর, দক্ষিণ ২৪ পরগনার গোসাবা, উত্তর ২৪ পরগনার খড়দহ এবং কোচবিহারের দিনহাটা, উপনির্বাচনের কারণে এই চার কেন্দ্রের মানুষ এখনই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন না, তা আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। ভোট মিটলে তারা দুই মাসের টাকা একসঙ্গে পাবেন। তবে রাজ্যের বাকি এলাকার মহিলাদের সেপ্টেম্বর মাস থেকেই টাকা পাওয়ার কথা। সেখানেও গোলমাল দেখা দিয়েছে। এবার ওই গোলমাল মেটাতে উদ্যোগী হল নবান্ন।