এই মুহূর্তে জেলা

দশমীতে ভাসান চলছে হাওড়ার বিভিন্ন গঙ্গার ঘাটে। রয়েছে প্রশাসনের নজরদারি।

হাওড়া, ১৫ অক্টোবর:- দশমীতে ভাসান চলছে হাওড়ার বিভিন্ন গঙ্গার ঘাটে। রয়েছে প্রশাসনের নজরদারি। হাওড়া রামকৃষ্ণপুর ঘাট সহ বিভিন্ন ঘাটে শুরু হয়ে গেছে প্রতিমা বিসর্জন। বিসর্জনকে কেন্দ্র করে ঘাটে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে করা হয়েছে পুলিশ ক্যাম্প, মেডিকেল ক্যাম্প। সিইএসসি এর পক্ষ থেকে ঘাটে মজুত রাখা হয়েছে জেনারেটরের ব্যবস্থা।গঙ্গাবক্ষে নজরদারির জন্য রাখা হয়েছে পুলিশের লঞ্চ।

বিসর্জনের জন্য গাড়িতে করে আনা প্রতিমা বহন করে গঙ্গা বক্ষে নিয়ে গিয়ে বিসর্জনের জন্য কাজ করছেন কুলিরা। গঙ্গায় ফেলা প্রতিমার কাঠামো ফুল, মালা ইত্যাদি সাফাইয়ের কাজে লিপ্ত রয়েছেন হাওড়া কর্পোরেশনের সাফাই কর্মীরা। নিরাপত্তা ব্যবস্থায় রয়েছে যথেষ্ট পুলিশ বাহিনী। শুক্রবার বিজয়া দশমীর দিনে রামকৃষ্ণপুর ঘাট, শিবপুর ঘাট সহ অন্যান্য ঘাটগুলিতে বাড়ির ও ছোট ক্লাবগুলির প্রতিমাই মূলত বিসর্জন হচ্ছে।