হাওড়া, ২ সেপ্টেম্বর:- হাওড়ার লিলুয়া বেলগাছিয়া এলাকায় একই পরিবারের তিনজনের রহস্য মৃত্যু। ঘটনাস্থলে পুলিশ। বাড়ি থেকে দুর্গন্ধ বেরোতে দেখে পুলিশে খবর দেন প্রতিবেশীরা। পুলিশ সূত্রের খবর, শনিবার দুপুরে অভিজিৎ দাসের বাড়ির ভিতর থেকে দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীরা থানায় খবর দেন। ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। পুলিশ এসে দরজা ভেঙে তিনজনের পচাগলা দেহ দেখতে পায়। মৃতেরা হলেন অভিজিৎ দাস (৪৭), তাঁর স্ত্রী দেবযানী দাস (৪২) এবং তাঁদের মেয়ে সম্রাজ্ঞী দাস (১৩)।
প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে অভিজিৎ দাস তাঁর স্ত্রী ও মেয়েকে হাতুড়ি দিয়ে প্রথমে হত্যা করেন। এবং পরে ফাঁস দিয়ে নিজে আত্মহত্যা করেন। তাঁকে সর্বশেষ তাঁর প্রতিবেশীরা মঙ্গলবার রাত সাড়ে ৮টা নাগাদ দেখেছিলেন। তাঁর কর্মচারী তাঁর সাথে বুধবার সকালে যোগাযোগ করেন। তারপর অভিজিৎবাবুর ফোন বন্ধ হয়ে যায়। কী কারণে এই ঘটনা পুলিশ তা তদন্ত করে দেখছে। ব্যবসায় মন্দা বা ধারদেনার কারণে এমন ঘটনা কিনা তাও জানার চেষ্টা করছে পুলিশ।