আরামবাগ, ১ অক্টোবর:- ২০২১ সালের ভয়ঙ্কর বন্যায় প্রথম মৃত্যু খবরে শোকের ছায়া আরামবাগে। গোঘাটের বালি অঞ্চলের দিঘরা এলাকায় জলের স্রোতে ভেসে গিয়ে মৃত্যু হয় এক নাবালকের। এমনটাই দাবী স্থানীয়দের। মৃত ওই নাবালকের নাম শিবু দাস। বাড়ি গোঘাটের লক্ষ্মীপুরে। বয়স হয়েছিলো সতেরো বয়স। স্থানীয় সুত্রে জানা গেছে এদিন সকাল থেকেই নিখোঁজ ছিলো শিবু। দ্বারকেশ্বর নদীর জলে গোটা গ্রাম প্লাবিত হয়। সেই জলের স্রোতে ভেসে যায় শিবু। চারিদিক খোঁজা খুঁজি করার পরেও তাকে খুঁজে পাওয়া যায়নি। অবশেষে এদিন বিকেলবেলা শেষমেষ নাবালককে পাওয়া গেল লক্ষ্মীপুর ধান ক্ষেত থেকে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। এই উদ্ধার কার্যের তদারকি করেন গোঘাটের প্রাক্তন বিধায়ক মানস মজুমদার। এই বিষয়ে মানসবাবু বলেন, দ্বারকেশ্বর নদীর বাঁধ ভেঙে বালি অঞ্চল প্লাবিত হয়। এদিন সকালে বন্যা দেখতে এসে জলে ভেসে যায় শিবু। তাকে দীর্ঘ কয়েক ঘন্টা খুঁজে পাওয়া যায়নি। অবশেষে গ্রামের একজন ধান ক্ষেতের মধ্য শিবুর বডি দেখতে পান। এটা খুব দুর্ভাগ্য জনক ঘটনা।
