এই মুহূর্তে কলকাতা

ম্যানমেড বন্যায় ক্ষতিগ্রস্ত ২২ লক্ষ মানুষ জানাল নবান্ন।

কলকাতা, ১ অক্টোবর:- সাম্প্রতিক বর্ষণ এবং ডিভিসির বিভিন্ন জলাধার থেকে ছাড়া জলে এখনো পর্যন্ত রাজ্যের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বাইশ লক্ষের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানাল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিকেলে বন্যা পরিস্থিতি নিয়ে বিভিন্ন জেলা প্রশাসনের সঙ্গে ভার্চুয়ালি পর্যালোচনা বৈঠক করেন। পরে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বীবেদি সাংবাদিকদের বলেন এখনো দামোদর, রূপনারায়ন, অজয় সহ বিভিন্ন নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে।

প্রাথমিকভাবে পর্যালোচনায় পরে এক লক্ষের বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, বহু জায়গায় কৃষি জমি প্লাবিত হয়েছে বলে তিনি জানান। চার লক্ষের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। দুর্গতদের জন্য দেড় হাজার ত্রাণশিবির খোলা হয়েছে এবং সেখানে দুই লক্ষ মানুষ আশ্রয়ে রয়েছেন বলে তিনি জানিয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি তে আট কলাম সেনা ছাড়াও জাতীয় বিপর্যয় বাহিনীর ২৫টি এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর ২৪টি দল কাজ করছে। বিভিন্ন জেলায় পরিস্থিতি তদারকি করার জন্য মন্ত্রিসভার বিভিন্ন সদস্য ও আমলাদের দায়িত্ব দেওয়া হয়েছে।