এই মুহূর্তে জেলা

পরিবেশ বাঁচানোর দাবিতে বিশ্ব জলবায়ু ধর্মঘট পালন করা হচ্ছে হাওড়াতেও।


হাওড়া, ২৪ সেপ্টেম্বর:- পরিবেশ বাঁচানোর দাবিতে আজ শুক্রবার ২৪ সেপ্টেম্বর বিশ্ব জলবায়ু ধর্মঘট ( গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক ) এর ডাক দেওয়া হয়েছে। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তেই তা পালন করা হচ্ছে। হাওড়াতেও এদিন ডুমুরজলা ময়দানে জমায়েত হন পরিবেশপ্রমীরা। একগুচ্ছ দাবি ছিল এদের। সেই দাবি পূরণেই এদিন সোচ্চার হন তাঁরা। স্কুল ছাত্রী গ্রেটা থুনবার্গ জলবায়ু রক্ষার জন্য কয়েক বছর আগে প্রথম আন্দোলন শুরু করেছিলেন। তার সেই আন্দোলন ধীরে ধীরে ছড়িয়ে পড়ে সারা দুনিয়ায়। আজ ২৪ সেপ্টেম্বর কলকাতা-সহ সারা রাজ্যে এই গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালন করা হচ্ছে। হাওড়ায় এদিন এই কর্মসূচির আয়োজন করে “হাওড়া বিজ্ঞান চেতনা সমন্বয়” সংস্থা। সভাপতি প্রদীপ দাসের নেতৃত্বে ছাত্রছাত্রীরা এবং সংস্থার সদস্যরা এতে অংশ নেন।

জলবায়ু ধর্মঘটের রাজ্য আহ্বায়ক বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যন্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামের প্রাক্তন ডিরেক্টর সমর বাগচির অনুপ্রেরণায় হাওড়াতেও এদিন প্রদীপ দাসের নেতৃত্বে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক নিয়ে কর্মসূচি নেওয়া হয়। হাওড়ায় জলবায়ু নিয়ে মানুষকে সচেতন করতে ট্যাবলো বের হয়। ডুমুরজলা ময়দানে মার্চপাস্ট করা হয়। হাওড়া বিজ্ঞান চেতনা সমন্বয় এর পদাধিকারীরা বক্তব্য রাখেন। হাওড়া বিজ্ঞান চেতনা সমন্বয় এর কর্ণধার প্রদীপ দাস জানান, এই হরতাল মূলত ছাত্রছাত্রীদের ডাকে। হাওড়ার তিনটি নিজস্ব সমস্যার দাবিও তোলা হয়েছে সেখানে। যেমন, কোর্টের রায় অবহেলা করে সাঁতরাগাছি ঝিলের সংরক্ষণের কাজের টালবাহানা করা, শহর হাওড়ার ফুসফুস ডুমুরজলা স্টেডিয়ামের বাণিজ্যিকিকরণের চেষ্টা করা, ডানকুনি ওয়েট ল্যান্ড সহ পুকুর ঝিল খাল জলাভূমি বুজিয়ে অবৈধ নির্মাণ। এই নিয়ে ২৪ সেপ্টেম্বর, বিশ্ব জলবায়ু ধর্মঘট সফল করতে আমরা হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামের সামনে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত জমায়েত হই। প্রকৃতিপ্রেমী সকলে সেখানে অংশ নেন।