এই মুহূর্তে কলকাতা

ইথানল উৎপাদনে বেশিসংখ্যক সংস্থাকে উৎসাহিত করতে বিদ্যুৎ শুল্ক ছাড়ের সিদ্ধান্ত রাজ্যের।


কলকাতা, ২৩ সেপ্টেম্বর:- রাজ্যে জৈব জ্বালানি ইথানল উৎপাদনে বেশিসংখ্যক শিল্প সংস্থা কে উৎসাহিত করতে রাজ্য সরকার সংশ্লিষ্ট সংস্থাগুলিকে বিদ্যুৎ শুল্কসহ একগুচ্ছ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।রাজ্য শিল্প দপ্তর সূত্রে খবর জৈব জ্বালানি উৎপাদনে উৎসাহ দিতে এখন থেকে বিনিয়োগকারীদের পাঁচ বছরের জন্য বিদ্যুৎ শুল্ক মুকুব করা হবে। কারখানায় উৎপাদন শুরু হওয়ার দিন থেকে পরবর্তী পাঁচ বছর তারা এই ছাড় পাবেন। একইসঙ্গে স্ট্যাম্প ডিউটি, জমি রেজিস্ট্রেশন ফি, মিউটেশন এবং জমির চরিত্র বদলের জন্যও খরচ সম্পূর্ণ মুকুব করা হবে। উল্লেখ্য ভাঙা চাল থেকে ইথানল তৈরীর প্রকল্প তৈরিতে উৎসাহ দিতে রাজ্য সরকার যে নতুন ইথানল পলিসি তৈরি করেছে তাতে সাড়া দিয়ে অনেক সংস্থা এই ক্ষেত্রে বিনিয়োগের জন্য উত্সাহ দেখিয়েছে। ইতিমধ্যেই ১৫ টি সংস্থা ভাঙা চাল থেকে জৈব জ্বালানি তৈরীর প্রকল্পে ২৬৬৬ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। রাজ্য শিল্পোন্নয়ন নিগম ওই প্রস্তাব গুলি বিবেচনা করছে।

ইথানল উৎপাদন এবং সহযোগী শিল্পগুলির জন্য আলাদা শিল্প পার্ক তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সেখানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ,জল-সরবরাহ ও উন্নত নিকাশির ব্যবস্থা করে দেওয়া হবে রাজ্য শিল্পোন্নয়ন নিগমের তরফে। যাতে আগ্রহী সংস্থা দ্রুত উৎপাদন শুরু করতে পারে। রাজ্য শিল্পোন্নয়নে কম সূত্রে জানা গেছে বর্তমানে রাজ্যের প্রয়োজনীয় ইথানলের ২৫ শতাংশ বাইরে থেকে আমদানি করতে হয়। যদিও ইথানল উৎপাদনের মূল কাঁচামাল ভাঙা চাল। আর চাল উৎপাদনে শীর্ষে রয়েছে এই রাজ্য। কাজেই ইথানল উৎপাদনে স্বনির্ভরতার পাশাপাশি এখন এই জৈব জ্বালানির উৎপাদনে রাজ্যকে দেশের মধ্যে প্রথম স্থানে নিয়ে যাওয়ার মুখ্যমন্ত্রীর স্বপ্ন পূরণ এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজ্যের শিল্প কর্তারা।