এই মুহূর্তে জেলা

স্বাধীনতা সংগ্রামী ও জননেতা ডা: রাধাকৃষ্ণ পালের জন্মদিবস পালন আরামবাগে।

মহেশ্বর চক্রবর্তী, ২৩ সেপ্টেম্বর:- পরাধীন ভারতবর্ষের ইতিহাসে আরামবাগ মহকুমা একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করেছিলো।এই জায়গা থেকে বহু দেশপ্রেমিক দেশ স্বাধীন করার জন্য আন্দোলন করেছিলেন। জানা গেছে, আরামবাগ শহর ছাড়িয়ে বেশ কয়েক কিলোমিটার পথ এগিয়ে গেলেই বেঙ্গাই গ্রাম। আর সেই গ্রামেরই তরতাজা যুবক রাধা কৃষ্ণ পালের জন্ম। আজকের দিনে তথা ২৩ শে সেপ্টেম্বর ১৯০৩ সালে এই মহান স্বাধীনতা সংগ্রামী ও জননেতা ডা.রাধা কৃষ্ণ পাল জন্মগ্রহন করেন। ১১৮ তম জন্ম দিবসে শ্রদ্ধার্ঘ বিশিষ্ট জনেদের।উল্লেখ্য, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাস করার পর তিনি ধীরে ধীরে নিজেকে স্বাধীনতা সংগ্রামের মঞ্চে উন্মুক্ত করে দেন। ইতিহাস ঘেঁটে জানা যায় ১৯৩৭ থেকে ১৯৪০ খ্রিস্টাব্দের মধ্যে তৎকালীন জাতীয় কংগ্রেসের সভাপতি সুভাষচন্দ্র বসুর সাথে বেশ কয়েকবার সাক্ষাৎ বলেছিলেন তিনি। তারই কথাতে সুভাষচন্দ্র বসু আরামবাগে এসেছিলেন।

শুধুমাত্র দেশ স্বাধীনতার ক্ষেত্রেই নয় শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বারংবার এগিয়ে এসেছিলেন রাধা কৃষ্ণ বাবু।তার অনুপ্রেরণায় আরামবাগ মহাকুমা জুড়ে স্থাপিত হয় একাধিক বিদ্যালয় ও মহাবিদ্যালয়। ১১৮ তম জন্ম দিবসে আরামবাগের কালিপুর মোর সংলগ্ন এলাকায় রাধাকৃষ্ণ পালের পূর্ণাঙ্গ মূর্তিতে মাল্যদান করেন শহরের বিশিষ্ট জনেরা। উপস্থিত ছিলেন আরামবাগ নেতাজি মহাবিদ্যালয় এর অধ্যক্ষ অসীম কুমার দে, প্রাক্তন অধ্যক্ষ বিজয় কুমার ঘোষ,হরিপ্রসাদ মেদ্দাসহ অন্যান্য বিশিষ্ট জনেরা।ডাক্তার রাধা কৃষ্ণ পালের জন্ম দিবস উপলক্ষে আরামবাগ পৌরসভার পৌর প্রশাসক স্বপন নন্দী বলেন, আরামবাগ মহকুমাতে শিক্ষা বিস্তারে রাধাকৃষ্ণ পালের অবদান অপরিসীম। তার জন্মদিনে আমরা পৌরসভার পক্ষ থেকে শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করেছি।