আরামবাগ, ২২ সেপ্টেম্বর:- পানীয় জলের সমস্যা নিয়ে আরামবাগ পিএইচই অফিসে অভিযোগ জানালো গৌরহটি ১নং পঞ্চায়েতর বেউড়গ্রামের বাসিন্দারা। তাদের অভিযোগ ১ মাস আগেও জল পরিষেবা স্বাভাবিক ছিল কিন্তু বর্তমানে পর্যাপ্ত পরিমাণে জল আসছে না। এই নিয়ে গ্রামের মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়। এদিন আরামবাগের পিএইচই অফিসে সেই ক্ষোভ উগরে দেন গ্রামবাসিরা। জানা গেছে আরামবাগের কাপশীট এলাকায় একটি পিএইচই থেকে প্রায় আটটি গ্রামে জল সরবরাহ করা হয়। মাঝে কিছু সমস্যা হলেও পিএইচই থেকে আবারও জল সরবরাহ স্বাভাবিক ছিলো।কিন্তু অভিযোগ গত একমাস ধরে বেউরগ্রামে জল যাচ্ছে না। এই বিষয়ে ওই গ্রামে বাসিন্দা জানান, গত একমাস যাবৎ জল সরবরাহ হচ্ছে না। যে জলের অপারেটিং করছেন তা যেন কাজ করার মন নেই। আমাদের দাবী, গ্রামে যাতে জল সরবরাহ ঠিক থাকে। অপরদিকে এই বিষয়ে আরামবাগ পিএইচই দপ্তরের আধিকারিক জানান, বেউরগ্রামে একটা সমস্যা হয়েছে। তিনদিনের মধ্যে রিপোর্ট চেয়েছি। আশা করি সমস্যাটা ঠিক হয়ে যাবে। এখন দেখার গ্রামের মানুষের স্বার্থে প্রশাসন পানীয় জল সরবরাহ করতে কি পদক্ষেপ নেয়।
