সুদীপ দাস, ২২ সেপ্টেম্বর:- চন্দননগর ডাকাতি কান্ডে ধৃত তিনজনকে ১২দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিলো আদালত। বুধবার ধৃত তিনজনকেই চন্দননগর মহকুমা আদালতে তোলা হয়। ঘটনার দিন ধৃতরা সোনা না নিয়ে যেতে পারলেও নগদ প্রায় দেড় লক্ষ টাকা লুঠ করেছিল লক্ষ্মীগঞ্জ বাজারের ফিনান্স কোম্পানি থেকে। লুঠ হওয়া টাকার সিংহভাগই ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে। বুধবার বিকেলে সাংবাদিক বৈঠকের আয়োজন করে চন্দননগর পুলিশ কমিশনারেট। চন্দননগর থানার সামনে আয়োজিত এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার অর্ণব ঘোষ, ডিসিপি(চন্দননগর) বিদিত রাজ বুন্দেশ চন্দননগর ও চুঁচুড়া থানার দুই পুলিশ আধিকারিক। পুলিশ কমিশনার বলেন ধৃতরা পড়শি রাজ্যের বাসিন্দা এবং তাঁরা হিন্দী ভাষায় পারদর্শী।

যদিও তদন্তের স্বার্থে পুলিশ কমিশনার ধৃতদের নাম ও কোন রাজ্যের বাসিন্দা তা জানাতে চায়নি। কমিশনার বলেন মোট চারজন ডাকাতির উদ্দেশ্যে এসেছিল বলে জেরার পর ধৃতদের দাবী। সেইমতে এখনও একজন অধরা। তাদের কাছ থেকে একাধিক আগ্নেয়াস্ত্র বেশকিছু গুলি, রেঞ্চ, প্লাস, কাটারের মত যন্ত্র সহ দুটি পোর্টেবল জ্যামার উদ্ধার হয়েছে। ঘটনার সময় জ্যামার অন করে থাকায় ওই এলাকায় টেলি যোগাযোগ ব্যাবস্থায় বিঘ্ন ঘটে। ঘটনাস্থল থেকে তাই ডিসিপি(চন্দননগর)-এর পুলিশ কমিশনারের সাথে যোগাযোগ করতে অনেকটাই সময় পার হয়ে যায়। সোনার বিনিময়ে যারা ঋণ দেয় সেইসমস্ত অফিসকেই ধৃতরা ডাকাতির জন্য টারগেট করে বলে জানালেও তদন্তের স্বার্থে ধৃতদের সম্পর্কে বেশী কিছু জানাতে নারাজ পুলিশ কমিশনার অর্ণব ঘোষ।








