হাওড়া, ২০ সেপ্টেম্বর:- রাতভর প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে হাওড়া শহরের বিস্তীর্ণ এলাকা। হাওড়া পুরনিগম এলাকার বিভিন্ন ওয়ার্ডে জল জমেছে। অধিকাংশ নিচু এলাকায় জল জমেছে। ভোরের দিকে প্রাকৃতিক দুর্যোগ তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকা জলের তলায়। সকালেও একনাগাড়ে বৃষ্টি পড়ছে। হাওড়ার পঞ্চাননতলা রোড, দেশপ্রাণ শাসমল রোড, টিকিয়াপাড়া, ইস্ট-ওয়েস্ট বাইপাস, ইছাপুর ডুমুরজলা, ড্রেনেজ ক্যানেল রোড, বেলগাছিয়া, দাসনগর,
সালকিয়া, বামুনগাছি, জে এন মুখার্জি রোড, বালি, বেলুড়, শিবপুর সহ বিভিন্ন এলাকায় জল জমেছে। সামনেই পুজোর মরসুম। তার আগে এই প্রাকৃতিক দুর্যোগে সমস্যার মুখে পড়েছেন সাধারণ মানুষ। এদিকে, সপ্তাহের প্রথম দিনেই ভোগান্তি বাস যাত্রীদের। সারারাত ভারী বর্ষণের জেরে রাস্তায় জল জমে থাকায় রাস্তায় বাসের সংখ্যা খুবই কম। একদিকে সকাল থেকে বৃষ্টি অন্যদিকে বাসের সংখ্যা খুব কম। অফিস টাইমে ভোগান্তি বাস যাত্রীদের।