কলকাতা, ২০ সেপ্টেম্বর:- বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করার দুদিন পরে নবান্নে এসে মুখ্যমন্ত্রীর অঙ্গে দেখা করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। নিজে গাড়ি চালিয়ে সোমবার বৃষ্টিভেজা দুপুরে নবান্নে আসেন তিনি। সঙ্গে ছিলেন সাংসদ ডেরেক ও ব্রায়েন। মুখ্যমন্ত্রীর সঙ্গে বাবুলের কথা হয় প্রায় আধ ঘণ্টা। সেখানে তাদের সঙ্গে যোগ দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পূর্ব নির্ধারিত সূচি মেনে এদিন দুপুর দুটোর কিছু পরে নবান্নে পৌঁছান বাবুল। মুখ্যমন্ত্রী ঘরে বসে দুজনের মধ্যে আধঘণ্টা কথাবার্তা হয়। বিভিন্ন বিষয়ে দুজনের মধ্যে কথা হয়েছে বলে জানান আসান সোলের সাংসদ। নবান্ন থেকে বেরিয়ে সাংবাদিকদের বাবুল বলেন, “দিদির সঙ্গে দেখা করে খুব খুশি। মন থেকে উষ্ণ স্বাগত জানিয়েছেন।
আগামী দিনের কর্মসূচি নিয়ে কথা হয়েছে। পুজোর সময় গান করতে বলেছেন। আমি সর্বত ভাবে চেষ্টা করব মন খুলে কাজ করার। দিদি আমায় কি দ্বায়ীত্ব দেবেন তা পালন করব। আশা করি কাজ এবং গান দুটোই মন খুলে করতে পারব। দিদি যে গান গাইতে বলবেন সেটাই গাইব।” তবে দলে তাঁর ভূমিকা কী তা ভবিষ্যতে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে দেবেন বলে জানিয়েছেন তিনি। বাবুলের কথায়, “দিদি, অভিষেক যা দায়িত্ব দেবেন তা পালন করব। আমায় কোন দায়িত্ব দেওয়া হবে সেটা বলার এখতিয়ার আমার নেই। উনি যথা সময়ে বলবেন। সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। ” তিনি জানান এর আগেও একাধিকবার মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার দেখা হয়েছে। বিভিন্ন বিষয় কথা হয়েছে। এদিনও তাই হল। অন্য জায়গা থেকে এখানে এসেছি। কিন্তু দিদি, অভিষেক তাঁকে আপন করে নিয়েছেন। এর মর্যাদা রাখার চেষ্টা করবেন বলে জানিয়েছেন বাবুল।