এই মুহূর্তে জেলা

৭ দফা দাবী নিয়ে ডেকরেটার্স ব্যাবসায়ীদের ধর্মঘট হুগলিতে।

সুদীপ দাস, ২০ সেপ্টেম্বর:- অনুষ্ঠান বাড়িতে ৫০ জনের বেশী জমায়েত না করার সিদ্ধান্ত অবিলম্বে শিথিল করা সহ মোট ৭ দফা দাবীর ভিত্তিতে সোমবার রাজ্যব্যাপী ডেকরেটার্স ব্যাবসায়ীরা ধর্মঘটে সামিল হলো। এদিন রাজ্যের কোথাও সাধারন অনুষ্ঠান তো দূরের কথা কোন পুজো প্যান্ডেলে পর্যন্ত কাজ হয়নি। রাজ্যব্যাপী এই কর্মসুচির অঙ্গ হিসাবে এদিন হুগলী জেলা ডেকরেটার্স সমন্বয় সমিতির সদস্যরা জমায়েত হয় জেলার সদর শহর চুঁচুড়া ঘড়ির মোড়ে। প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে তাঁরা ঘড়ির মোড়ে সভার আয়োজন করে। নিজেদের দাবী-দাওয়া তুলে ধরে সভায় বক্তব্য রাখেন উপস্থিত নেতৃত্বরা।

এখান থেকেই এক প্রতিনিধি দল এদিন তাঁদের দাবী দাওয়া সম্বলিত স্মারকলিপি হুগলীর জেলাশাসককে প্রদান করেন। ডেকরেটার্স সমন্বয় সমিতির বক্তব্য গত বছর করোনার সময় থেকেই ডেকোরেটার্স সহ লাইট, মাইক, ক্যাটারিং প্রভৃতি শিল্পের করুন অবস্থা। ফলে এই শিল্পের সাথে জড়িত লক্ষ লক্ষ পরিবারও অনাহারে দিন কাটাচ্ছে। সারা রাজ্যে জনজীবন ক্রমশ স্বাভাবিক হলেও অনুষ্ঠান বাড়িতে ৫০ জনের বেশী জমায়েত করার নিয়ম শিথিল হচ্ছে না। পাশাপাশি সরকারি দপ্তরে ডেকরেটার্সদের দীর্ঘদিনের বকেয়া টাকার দাবী, সহজে স্বল্প পুঁজির সদস্যদের ঋনেরও দাবী করে এই সংগঠন। অবিলম্বে তাঁদের দাবী না মানা হলে আগামি দিনে তাঁরা বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুমকি দেয়।