এই মুহূর্তে জেলা

১৭ দফা দাবীতে আশা কর্মীদের বিক্ষোভ চুঁচুড়ায়।

সুদীপ দাস, ২০ সেপ্টেম্বর:- সরকারি কর্মীদের মর্যাদা এবং নুন্যতম ২১ হাজার টাকা বেতনের দাবী সহ মোট ১৭ দফা দাবীতে হুগলী জেলার কয়েকশো আশা কর্মী বিক্ষোভ দেখাতে শুরু করলো জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে। এদিন জেলার চারটি মহকুমা থেকে কয়েকশো আশা কর্মী চুঁচুড়া ঘড়ির মোড়ে এসে জমায়েত হয়। সেখান থেকে তাঁরা মিছিল করে জেলা স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে যায়। এখান থেকেই এক প্রতিনিধি দল আধিকারিকের কাছে ডেপুটেশন দিতে ঢুকলেও বাইরে ব্যাপক বিক্ষোভ দেখাচ্ছেন আশার মহিলারা। রয়েছে পুলিশ বাহিনী। তাঁদের হুমকি আজ ১৭টির মধ্যে ন্যুনতম দাবী মানা না হলে তাঁরা এখানে অবস্থানে বসবেন।