হুগলি , ১৭ সেপ্টেম্বর:- রাহুল গান্ধীর বিকল্প হওয়া উচিত শুভেন্দু, কারণ তিনিই মুখ্যমন্ত্রীকে হারিয়েছে-দাবী বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। হুগলির শ্রীরামপুরে বিজেপির দলীয় অফিসে, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এক প্রদর্শনীর সূচনা করে দীলিপবাবু এ কথা বলেন। পাশাপাশি তিনি বলেন সিপিএম-কংগ্রেস আগে তাদের অস্তিত্ব বাঁচাক, পরে জোট নিয়ে ভাববে। একই সাথে ভ্যাকসিন প্রক্রিয়া নিয়ে রাজ্য সরকারের সমালোচনা করা তিনি বলেন ভ্যাকসিন কিভাবে হচ্ছে তার কোনো হিসাব নেই, এর দরকার আছে। একই সাথে তিনি বলেন শিশু মৃত্যু নিয়ে রাজ্য সরকারের উচিত প্রয়োজনে কেন্দ্রর সাথে কথা বলা। শ্রীরামপুরের দলীয় অফিস এর পাশাপাশি পিয়ারাপুর পঞ্চায়েতের দলীয় অফিসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন দিলীপ ঘোষ। এদিনের অনুষ্ঠানে দিলীপ ঘোষ ছাড়াও ছিলেন বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক সভাপতি শ্যামল বসু, প্রাক্তন সভাপতি ভাস্কর ভট্টাচার্য্য সহ অন্যান্য নেতৃত্বরা।
