এই মুহূর্তে জেলা

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দে উত্তপ্ত গোঘাট।

গোঘাট, ১৬ সেপ্টেম্বর:- বার বার তৃনমুলের গোষ্ঠী দ্বন্দ্বে উতপ্ত হয়ে উঠছে গোঘাট। এদিনও তার ব্যাতিক্রম হলো না। তৃনমূলের গোষ্ঠীদ্বন্দ্বে আহত হলো এক তৃণমূল কর্মী। ঘটনাটি ঘটেছে গোঘাট থানার পশ্চিমপাড়া পঞ্চায়েতের সুন্দরপুরের বাবুরামপুরে। গোষ্ঠীদ্বন্দ্বে‌ আহত তৃণমূল কর্মীর নাম নয়ন চট্টোপাধ্যায়। আহত কর্মির অভিযোগ কাশিনাথ নন্দীর নামে এক তৃনমুল কর্মীর বিরুদ্ধে। কাশিনাথ আগে বিজেপি করত বর্তমানে সে তৃণমূলে। এই বিষয় গোঘাটের যুব তৃনমুল নেতার অভিযোগ তৃনমুল নেতা ফরিদ খান দলবল নিয়ে মারধর করে। অন্যদিকে জবকার্ডের কাজের টাকা আত্মসাৎ করছে এই অভিযোগ তুলে কাশিনাথের কাছে হিসাব চাইতে যাওয়ায় মারধর করা হয়েছে। এমনটাই অভিযোগ আহত তৃনমুল কর্মী নয়ন চট্টোপাধ্যায়ের। স্থানীয় সুত্রে জানা গেছে, দীর্ঘদিন সে তৃনমূলের হয়ে কাজ করে আসছে এবং তৃনমূলের একজন সক্রিয় কর্মী। এই বিষয়ে গোঘাট থানায় নাকি তৃনমুল নেতৃত্ব একটা অভিযোগ দায়ের করেছে।যদিও আরামবাগ তৃনমুল কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি রামেন্দু সিংহ রায় মুখ খুলতে চাননি। এখন দেখার গোঘাটে তৃনমুলের গোষ্ঠীদ্বন্দ্ব কমাতে উচ্চ নেতৃত্ব কি ব্যবস্থা গ্রহণ করে।