এই মুহূর্তে কলকাতা

৫ মেডিক্যাল কলেজের অধ্যক্ষদের সঙ্গে বিস্তারিত আলোচনা মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ১৬ সেপ্টেম্বর:- উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় শিশুদের মধ্যে অজানা জ্বর ছড়িয়ে পড়ার কারণ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বাস্থ্য দপ্তরের কাছ থেকে খোঁজখবর নিয়েছেন। এসএসকেএম হাসপাতালে আজ পাক্ষিক বৈঠকে তিনি স্বাস্থ্যসচিব সহ উপস্থিত স্বাস্থ্যকর্তাদের কাছে এই বিষয়ে জানতে চান বলে জানা গিয়েছে। ওই জ্বরের কারণ ইতিমধ্যে চিহ্নিত হয়েছে এবং এ নিয়ে আতঙ্কের কোন কারণ নেই বলে স্বাস্থ্যকরতারা তাকে আশ্বস্ত করেছেন বলেও খবর। একঘণ্টার বৈঠকে মুখ্যমন্ত্রী রাজ্যের ৫ মেডিক্যাল কলেজের অধ্যক্ষদের সঙ্গে অজানা জ্বরের আতঙ্ক ছাড়াও স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সেখানে হাসপাতালগুলির বেড বাড়ানো, মেডিকেল কলেজে আসন সংখ্যা বাড়ানো মতো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।