এই মুহূর্তে জেলা

নগদ লক্ষাধিক টাকা সহ হাওড়া স্টেশন থেকে গ্রেফতার এক ব্যক্তি।

হাওড়া, ১৪ সেপ্টেম্বর:- লক্ষাধিক নগদ টাকা সহ হাওড়া স্টেশন থেকে গ্রেফতার হলেন এক ব্যক্তি। আরপিএফের রুটিন টহল দেওয়ার সময় হাওড়া রেলওয়ে স্টেশনের ৪ ও ৫ নম্বর গেট থেকে গ্রেপ্তার করা হয় ওই ব্যক্তিকে। ছত্তিশগড়ের রায়পুরের বাসিন্দা ভাগীরথী সিনহা (৪৮) নামে ধৃত ওই ব্যক্তির কাছ থেকে পাওয়া যায় নগদ ৪৫ লক্ষ টাকা। আরপিএফ সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে আরপিএফের একটি দল রুটিন টহল দেওয়ার সময় স্টেশনের ওল্ড কমপ্লেক্সের ৪ ও ৫ নম্বর গেটের কাছে কাঁধে ব্যাগ নিয়ে এক ব্যক্তি স্ক্যানার এড়িয়ে বেরোনোর চেষ্টা করছিলেন। এই দেখে সন্দেহ হয় সেখানে টহলরত আরপিএফ কর্মীদের। তারা ভাগীরথীকে ব্যাগটি মেশিনে পরীক্ষা করতে নির্দেশ দেন।

কিন্তু তিনি ব্যাগটি পরীক্ষা না করে পালানোর চেষ্টা করেন। কিন্তু ধাওয়া করে আরপিএফ কর্মীরা ধরে ফেলে তাকে। এরপর ভাগিরথীর কাঁধে থাকা নীল রঙের পিটু ব্যাগটি স্ক্যানার মেশিনে ফেলে পরীক্ষা করলে সেখানে ওই বিপুল পরিমাণ টাকার হদিশ পাওয়া যায়। এরপর সেই ব্যাগ খুলে দেখা যায় সেখানে ৯ হাজারটি ৫০০ টাকার নোট অর্থাৎ ৪৫ লক্ষ টাকা রয়েছে সেই ব্যাগের ভিতরে। সেই টাকার উৎস কি বা কি উদ্দেশ্যে কোথায় টাকা নিয়ে যাওয়া হচ্ছিল তার সন্তোষজনক উত্তর দিতে পারেননি তিনি। শুধু তাই নয় তার কাছ থেকে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ টাকার উৎস বলতে পারেননি তিনি। এরপর খবর দেওয়া হয় ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে। তারা এসেও ভাগীরথীকে জেরা করেন। এরপরেই গ্রেফতার করা হয় তাকে। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪১৯/৪২০/৪১৭/৪০৭/১২০বি এবং ৩৪ ধারায় মামলা রুজু করা হয়েছে।